-
ন ডরাই চলচ্চিত্রে আয়েশা বিতর্কের সমস্যা
ন ডরাই চলচ্চিত্রটার বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়বস্তু এবং দৃশ্যের পাশাপাশি এর বিরুদ্ধে সমালোচকদের এবং মামলাকারীর একটা গুরুত্বপূর্ণ অভিযোগ হচ্ছে, মূল চরিত্রের নাম আয়েশা রাখার মধ্য দিয়ে এখানে নাকি রসূল (স) এর স্ত্রী হযরত আয়েশা (রা) এর অবমাননা করা হয়েছে।
ন ডরাইয়ের আয়েশা, কিংবা ভূতের বাচ্চা সোলায়মানের সোলায়মান, এ ধরনের নাম নিয়ে বিতর্কের ভবিষ্যৎ হলো, সেফ সাইডে থাকার জন্য আগামী দিনগুলোতে কোনো গল্প-উপন্যাস বা চলচ্চিত্রে কেউ কোনো ইসলামি নাম ব্যবহার করবে না। আধুনিক বাংলা নাম ব্যবহার করবে।
এখন যারা এই নামগুলো নিয়ে ধর্ম অবমাননার অভিযোগ তুলছে, তখন তারাই আবার এর পেছনে ষড়যন্ত্র খুঁজে পাবে – যেখানে গ্রাম বাংলার প্রতিটা ঘরে ঘরে আরবি/ইসলামি নামই বেশি ব্যবহৃত হয়, সেখানে গল্প-উপন্যাসে বাংলা/হিন্দুয়ানি নাম ব্যবহার করার মধ্য দিয়ে বাস্তবে কীভাবে সমাজের উপর ইসলামের প্রভাবকেই অস্বীকার করা হচ্ছে!