সমসাময়িক চিন্তাভাবনা,  স্যাটায়ার

মুনজেরিন শহীদের বই যেভাবে বেস্টসেলার হয়

অনেকেই বুঝতে পারছে না মুনজেরিন শহিদের বই কীভাবে বেস্টসেলার হয়। আমি বুঝিয়ে দিচ্ছি।

ব্যাপারটা হচ্ছে মানুষ আসলেই ইংরেজি শিখতে চায়। সেজন্য দলে দলে মুনজেরিনের ভিডিও দেখে। মিলিয়ন মিলিয়ন ভিউ হয়।

এটা মোটেও অস্বাভাবিক না। কিন্তু সমস্যা হচ্ছে মুনজেরিনের ভিডিও দেখে তো আর ইংরেজি শেখা সম্ভব না। মানে মুনজেরিনের রূপেই তো মানুষ বেহুঁশ হয়ে পড়ে থাকে, শেখার দিকে মনোযোগ দিবে কখন?

সেজন্যই বাধ্য হয়ে সেই মিলিয়ন মিলিয়ন ইউটিউব ভিউয়ার তার বই কিনছে, যেন তার রূপ দ্বারা ডিসট্র্যাক্টেড না হয়ে সত্যি সত্যিই ইংরেজিটা শিখতে পারে। এর মধ্যে রাজনীতির কিছু নাই।

— মুনজেরিন শহীদের ইংরেজি শেখার বইয়ে ভুল ইংরেজি ভাইরাল হওয়ার পর আলোচনা চলছিল “এরকম নিম্নমানের বই” মানুষ কেন পড়ে? সেই প্রসঙ্গে লেখা।

Leave a Reply

Your email address will not be published.