স্পাই স্টোরি: যে হানি ট্র্যাপ অপারেশন পাল্টে দিয়েছিল বিশ্বযুদ্ধের গতি!

১৯৪২ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়। সমরাঙ্গনের পাশাপাশি সমান তালে যুদ্ধ চলছে কূটনৈতিক অঙ্গনে, এসপিওনাজ জগতে, এমনকি বিনোদন জগতেও। মরক্কোর ক্যাসাব্লাঙ্কা শহরের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন ফরাসি কর্তৃপক্ষ এবং নাৎসি বাহিনীর মধ্যকার উত্তেজনার পটভূমিতে গড়ে ওঠা প্রেমকাহিনী নিয়ে হলিউড নির্মাণ করছে “ক্যাসাব্লাঙ্কা” নামক চলচ্চিত্র।

জুনের ২১ তারিখে, অভিনেতা হামফ্রে বোগার্ট এবং অভিনেত্রী ইনগ্রিড বার্গম্যান যখন হলিউডের ক্যালিফোর্নিয়া স্টুডিওতে ক্যাসাব্লাঙ্কা শহরের সেটিংয়ে শুটিং নিয়ে ব্যস্ত, ঠিক সে সময় ওয়াশিংটনের নাৎসি জার্মানি কর্তৃক নিয়ন্ত্রিত ভিশি-ফ্রেঞ্চ সরকারের দূতাবাসের ভেতরে গোপন এক হানি ট্র্যাপ অপারেশন পরিচালনা করছিলেন ব্রিটিশ-আমেরিকান স্পাই, বেটি প্যাক। আর তার অপারেশনের লক্ষ্য ছিল আসল ক্যাসাব্লাঙ্কা শহর জয় করা!

হিটলার ফ্রান্স আক্রমণ করেছিল ১৯৪০ সালে। ফ্রান্সের কিছু অংশ দখল করার পরপরই হিটলার সেখানে একটি অনুগত সরকার প্রতিষ্ঠা করে। নতুন এই সরকারের কেন্দ্র ছিল ভিশি নামের একটি শহর, যার নামানুসারে ফ্রান্সের ঐ অংশটি ভিশি-ফ্রান্স নামে পরিচিতি পায়।

প্রথম দিকে সরাসরি যুদ্ধে না জড়ালেও ১৯৪২ সাল নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রও সরাসরি নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছিল। কিন্তু তারপরেও বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে তারা ভিশি সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছিল এবং ওয়াশিংটনে অবস্থিত ভিশি সরকারের দূতাবাসে পূর্ণ নিরাপত্তা দিয়ে যাচ্ছিল। ভিশি সরকারও এই সুযোগে দূতাবাস থেকে তাদের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছিল।

সে সময় জার্মানির অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার জন্য মিত্রবাহিনীর জন্য উত্তর আফ্রিকা জয় করা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু উত্তর আফ্রিকার বিভিন্ন অংশ এবং সমুদ্র তখন ছিল অক্ষশক্তির নিয়ন্ত্রণে। মিত্রবাহিনী যদি সরাসরি আফ্রিকা আক্রমণ করত, তাহলে বিপুল সংখ্যক প্রাণহানি ছিল অবধারিত। ফলে বিনাযুদ্ধে আফ্রিকা জয়ের পথ ছিল একটাই – শত্রুর যুদ্ধ পরিকল্পনা এবং প্রস্তুতি সংক্রান্ত সকল তথ্য আগেই হাতিয়ে নেওয়া এবং সে অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা।

দূতাবাসের সাথে জার্মানির প্রতিদিন যেসব তথ্য আদান-প্রদান হতো, আমেরিকা এবং ব্রিটেন সহজেই সেগুলো ইন্টারসেপ্ট করে ফেলতে পারত। কিন্তু সমস্যা ছিল, এই বার্তাগুলো ছিল এনক্রিপ্টেড – দুর্বোধ্য কোডে রূপান্তরিত। যে কোড বুকে এসব বার্তার মর্ম উদ্ধার করার সংকেত লিপিবদ্ধ ছিল, সেটা হাত করতে না পারা পর্যন্ত এগুলো ছিল সম্পূর্ণ অর্থহীন।

মিত্রবাহিনী জানতে পারে, ফ্রেঞ্চ ন্যাভাল কোড ডিক্রিপ্ট করার সেই কোড বুক রাখা আছে ওয়াশিংটনের ভিশি-ফ্রেঞ্চ দূতাবাসের একটি ভল্টে। সেখান থেকে সেই কোড বুক উদ্ধার জন্যই মিত্রবাহিনী নিয়োগ করে বিশিষ্ট হানি ট্র্যাপ এজেন্ট, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-সিক্সের স্পেশাল এজেন্ট এমি এলিজাবেথ ‘বেটি’ প্যাক থোর্পকে। তার অপারেশনাল কোড নেম দেওয়া হয় সিনথিয়া।

গল্পগুলো সিরিয়ার মকআপ

আমার নতুন বই!!!

স্পাই স্টোরিজ ২: স্নায়ুযুদ্ধের সফলতম ডাবল এজেন্টের কাহিনি

অবিশ্বাস্য সত্য ঘটনা অবলম্বনে ননফিকশন স্পাই থ্রিলার। উচ্চপদস্থ এক ডাবল এজেন্টের কাছে ১৫ বছর ধরে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নাস্তানাবুদ হওয়ার কাহিনি।

৪০০ .০০

বইমেলায় থাকছে ৪৩৯ নম্বর (সতীর্থ প্রকাশনার) স্টলে। এছাড়াও পাবেন রকমারি ডট কমে (৩৫% ছাড়ে), প্রকাশনীর ফেসবুক পেজ (৩৫% ছাড়ে) এবং আপনার পছন্দের যেকোনো অনলাইন বুকশপে।

বিস্তারিত
Short PDF

ছোটকাল থেকেই বেটি প্যাক ছিলেন অত্যন্ত সুন্দরী এবং আকর্ষণীয়। সবুজ চোখের অধিকারী বেটির জন্য আশেপাশের পুরুষরা ছিল পাগল। তিনি যখন হাইস্কুলে পড়তেন, তখন থেকেই এক ইতালিয়ান কূটনীতিক তাকে এক নজর দেখার জন্য, তার সাথে একটু কথা বলার জন্য স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। বেটি নিজেও তার আকর্ষণের ক্ষমতা জানতেন। এবং সেই ছোটকাল থেকেই তিনি তার রূপ-যৌবনকে ব্যবহার করতেন কখনও নিছক আনন্দের জন্য, কখনও বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর বেটি তার এই সম্মোহনী ক্ষমতাকে কাজে লাগান শত্রুপক্ষের উপর গোয়েন্দাগিরি করার কাজে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-সিক্সে যোগ দিয়ে তিনি পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর প্রধান সহকারীর সাথে গোপন প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং তার কাছ থেকে পোল্যান্ডের গোপন সব তথ্য হাতিয়ে নিয়ে তুলে দেন এমআই-সিক্সের হাতে।

বেটির পাঠানো তথ্য থেকেই ব্রিটেন জানতে পারে, পোলিশ গণিতবিদরা জার্মানির এনিগমা মেশিনের প্রাথমিক কোড ভাংতে সক্ষম হয়েছে। এই এনিগমা মেশিন দিয়েই জার্মানি যুদ্ধ সংক্রান্ত গোপন তথ্য আদান-প্রদান করত। এই তথ্য জানার পর ব্রিটিশরা পোল্যান্ডকে চাপ দেয় এবং তাদের গণিতবিদদেরকে ব্রিটিশ গণিতবিদদের সাথে কাজ করতে রাজি করায়।

ব্রিটিশ গণিতবিদ অ্যালান টুরিং যে পরবর্তীতে এনিগমা মেশিনের কোড পুরোপুরি ভাংতে সক্ষম হন, তার পেছনে পোলিশ গণিতবিদদের দেওয়া তথ্য এবং সেই সূত্রে বেটি প্যাকের হানি ট্র্যাপ অপারেশনের গুরুত্বপূর্ণ অবদান ছিল। অনেক ইতিহাসবিদের অনুমান, টুরিংয়ের এনিগমা কোড ব্রেকিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মেয়াদকাল দুই বছর কমিয়ে আনতে সক্ষম হয়েছিল এবং দুই মিলিয়ন মানুষের জীবন রক্ষা করেছিল।

আপনি যদি এসপিওনাজ জগত সম্পর্কে আগ্রহী হন, তাহলে আমার লেখা স্পাই স্টোরিজ (রকমারি লিঙ্ক এখানে) এবং স্পাই স্টোরিজ ২ (রকমারি লিঙ্ক এখানে) বই দুটো পড়ে দেখতে পারেন। বই দুটোতে উঠে এসেছে এসপিওনাজ জগতের অবিশ্বাস্য কিছু সত্য কাহিনি।

পোল্যান্ডের পর হানি ট্র্যাপ এজেন্ট বেটি প্যাক ইতালিতে যান এবং সেখানে ইতালিয়ান এক কূটনীতিককে প্রেমের ফাঁদে ফেলে তার কাছ থেকে ইতালিয়ান ন্যাভাল সিক্রেট হাতিয়ে নেন। বেটি প্যাকের এই সাফল্যের কারণে যখন ওয়াশিংটনের ভিশি-ফ্রেঞ্চ দূতাবাসের ভেতর থেকে কোড বুক উদ্ধার করার অপারেশনের পরিকল্পনা করা হয়, তখন এমআই-সিক্স তার নামটাই প্রস্তাব করে।

ওয়াশিংটনে বেটি প্যাকের টার্গেট ছিল ভিশি দূতাবাসের প্রেস অ্যাটাশে, চার্লস ব্রুস। চার্লস যে হোটেলে থাকতেন, বেটিও সেই হোটেলে গিয়ে ওঠেন। চার্লস ছিলেন বিবাহিত। কিন্তু তারপরেও সমমনা এক আমেরিকান সাংবাদিকের ছদ্মবেশ ধরে পরিচয় শুরু করে অল্প কয়েকদিনের মধ্যেই চার্লসকে প্রেমের ফাঁদে আটকে ফেলেন বেটি। বেটির প্রেমে পাগল চার্লস নিজেই বেটির হাতে জার্মানদের বিভিন্ন গোপন তথ্য তুলে দিতে শুরু করেন।

এরকম সময় একদিন বেটি চার্লসকে জানান, এভাবে আর চলবে না। চার্লস যদি সত্যিই তাকে ভালোবাসে, তাহলে তাকে কোড বুক উদ্ধার করে দেওয়ার ব্যাপারে সাহায্য করতে হবে। প্রথমে রাজি না হলেও শীঘ্রই প্রেমের কাছে হার মানেন চার্লস। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি সাহায্য করতে রাজি হন তার গোপন প্রেমিকা, ব্রিটিশ-আমেরিকান হানিপট, বেটি প্যাককে।

পরিকল্পনা অনুযায়ী চার্লস প্রথমে দূতাবাসের নাইট ওয়াচ ম্যানের সাথে সম্পর্ক গড়ে তোলেন। তিনি তাকে বোঝান, বেটি হচ্ছে তার প্রেমিকা, এবং সেই প্রেমিকার সাথে অন্তরঙ্গ সময় কাটানোর জন্য দূতাবাস ছাড়া তার অন্য কোনো জায়গা নেই। তিনি গার্ডকে ঘুষ দিয়ে তার গোপন অভিসারে সাহায্য করতে রাজি করান।

নাইট গার্ডের জ্ঞাতসারে বেটি নিয়ম করে দূতাবাসে গিয়ে চার্লসের রুমে তার সাথে দেখা করতে শুরু করেন। গার্ডকে শোনানোর জন্য তারা উত্তাল সশব্দ প্রেমে মত্ত হয়ে পড়েন। দরজার বাইরে থেকে তাদের মিলিত হওয়ার শব্দ শুনে গার্ড নিশ্চিন্ত হয়, তারা আসলেই প্রেমিক-প্রেমিকা।

আরও পড়ুন: এলি কোহেন: দামেস্কে ইসরায়েলের ছদ্মবেশী গুপ্তচর!

এরপরে আসে জুনের ১৯ তারিখ। সেদিন গার্ডের সাথে গল্প করার ছলে এক পর্যায়ে বেটি তার শ্যাম্পেনে এবং তার কুকুরের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। এরপর দুজনে অচেতন হয়ে পড়লে বেটি এবং চার্লস দূতাবাসের জানালা দিয়ে ভেতরে ঢোকার ব্যবস্থা করে দেন “জর্জিয়া ক্র্যাকার” নামে পরিচিত এক অপরাধীকে, যে গোপন ভল্ট খুলতে পারদর্শী।

ভেতরে ঢুকেই কাজে লেগে পড়ে সেফ ক্র্যাকার। ওদিকে ধৈর্য্য ধরে অপেক্ষা করতে থাকেন বেটি এবং চার্লস। মিনিট পেরিয়ে ঘণ্টা অতিক্রান্ত হয়ে যায়। শেষ পর্যন্ত ক্র্যাকার যখন ভল্ট খুলতে সক্ষম হয়, তখন ভোর চারটা বাজতে পাঁচ মিনিট বাকি। কোড বুক নিয়ে কপি করে আবার ফিরিয়ে দেওয়ার মতো সময় তখন আর নেই। অগত্যা একটা কাগজে কম্বিনেশন কী লিখে বেটির হাতে ধরিয়ে দিয়ে সেদিনের মতো প্রস্থান করে ক্র্যাকার।

দুই দিন পর, জুনের ২১ তারিখে বেটি এবং চার্লস আবার হাজির হন দূতাবাসে। এবার আর গার্ডকে অচেতন করা সম্ভব না। চার্লসের রুমে প্রবেশ করে প্রেমে মত্ত হয়ে ওঠেন তারা। এরপর যখন বুঝতে পারেন গার্ডের রাউন্ডের সময় শেষ হয়েছে, সে ঘুমিয়ে পড়েছে, তখন বেটি নিজেই যান ভল্ট খুলতে। কিন্তু একাধিকার চেষ্টা করেও ভল্ট খুলতে ব্যর্থ হন তিনি।

পরপর দুইবার ব্যর্থ হওয়ার পর বেটির ডাক পড়ে নিউইয়র্কে। সেখানে গিয়ে তিনি দেখেন, তার উর্ধ্বতন কর্মকর্তারা তার জন্য ভল্ট খোলার প্রশিক্ষণের আয়োজন করে রেখেছেন। আর ঠিক দূতাবাসের ভল্টের মতোই একটা ভল্টের সামনে তাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য অপেক্ষা করছে সেই জর্জিয়া ক্র্যাকার।

সেফ ক্র্যাকারের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে জুনের ২৪ তারিখ রাতের বেলা পুনরায় দূতাবাসে প্রবেশ করেন বেটি এবং চার্লস। কিন্তু অবাক হয়ে তারা লক্ষ্য করেন, নাইট গার্ড বা তার কুকুরটিকে কোথাও দেখা যাচ্ছে না। খুশি হওয়ার পরিবর্তে শঙ্কিত হয়ে ওঠেন বেটি। গার্ড কি তবে তাদেরকে সন্দেহ করছে? সে কি আড়ালে কোথাও লুকিয়ে আছে? যেই মুহূর্তে তারা ভল্ট খোলার উদ্যোগ নিবেন, ঠিক সেই মুহূর্তেই কি সে এসে হাজির হবে তাদেরকে হাতে-নাতে ধরে ফেলার জন্য? তাদের কি মিশন বাতিল করে ফিরে যাওয়া উচিত?

ইমেইলের মাধ্যমে নতুন পোস্টের আপডেট পেতে সাবস্ক্রাইব করে 30 জনের সাথে যোগ দিন।

বেটি সিদ্ধান্ত নিয়ে নিলেন। ফিরে যাবেন না তিনি। কোড বুক উদ্ধার করার জন্য সর্বশেষ চেষ্টাটাই করে দেখবেন তিনি। চার্লসকে কিছু বুঝতে না দিয়ে একে একে নিজের জামা-কাপড় সব খুলে মেঝেতে ছুঁড়ে ফেলতে শুরু করেন তিনি। চার্লস তাকে বাধা দিতে চেষ্টা করলেন – কী করছ তুমি? কেউ এসে যদি দেখে ফেলে? কী হবে তাহলে, ভেবেছ?

ততক্ষণে সম্পূর্ণ নগ্ন হয়ে গেছেন বেটি। মুক্তার একটা হার ছাড়া তার শরীরে আর কোনো আবরণ নেই। সেই অবস্থাতেই তিনি উত্তর দিলেন, হ্যাঁ। ঠিক সেটাই ভেবেছি আমি। এবং সেজন্যই আমি কাপড় খুলেছি। যেন কেউ এসে পড়লে আমাকে এই অবস্থায় দেখতে পায়। আর তোমারও উচিত দেরি না করে জামা-কাপড় খুলতে শুরু করা।

চার্লস তখনও ব্যাপারটা পুরোপুরি বুঝে উঠতে পারেননি। শেষ পর্যন্ত বেটিকে ভেঙেই বলতে হলো – আমরা এখানে কী করতে এসেছি? গোপনে প্রেম করতে। পৃথিবীর কেউ কি এরকম রাতের বেলা, গোপন, নির্জন স্থানে এরকম জামা-কাপড় পরে প্রেম করে? কেউ যদি এসে পড়ে, এবং এরকম জামা-কাপড় পরা অবস্থাতে আমাদেরকে দেখে ফেলে, তাহলেই তো বরং আমাদেরকে বেশি সন্দেহ করবে!

বেটির কথায় প্রভাবিত হলেন চার্লস। তিনি নিজেও কাপড় ছাড়তে শুরু করলেন। এর কিছুক্ষণ পরেই হঠাৎ তাদের রুমের দরজা ঝট করে খুলে গেল। নাইট গার্ডের হাতের শক্তিশালী টর্চের আলোয় পুরো অন্ধকার রুম আলোকিত হয়ে উঠল।

চাপা স্বরে চিৎকার করে শরীর ঢাকার ভান করতে শুরু করলেন বেটি। কিন্তু ইচ্ছে করেই তিনি এমনভাবে শরীর ঢাকার চেষ্টা করছিলেন, যেন গার্ড তার নগ্ন শরীরের পুরোটাই দেখতে পায়। কয়েক মুহূর্ত থমকে থাকার পর বিব্রত গার্ড নিজের ভুল বুঝতে পারে। মিছেমিছিই প্রেমিক-যুগলকে সন্দেহ করেছিল সে। পরপর কয়েকবার দুঃখ প্রকাশ করে রুম থেকে বেরিয়ে যায় সে।

কিছুক্ষণ অপেক্ষা করার পর বেটি এবং চার্লস যখন বুঝতে পারেন গার্ড আর ফিরে আসবে না, তখন কাজে লেগে পড়েন তারা। ভল্ট খুলে কোড বুক বের করে কপি করে এরপর যথাসময়ে তা আবার জায়গা মতো রেখে দেন। আর এর মধ্য দিয়েই ভূমধ্যসাগরে অক্ষশক্তির যুদ্ধজাহাজ সংক্রান্ত সকল গোপন তথ্যের চাবি চলে যায় মিত্রবাহিনীর হাতে।

আমার সবগুলো বই


মোজাম্মেল হোসেন ত্বোহার স্পাই স্টোরিজ বইয়ের প্রচ্ছদ
মোজাম্মেল হোসেন ত্বোহার স্পাই স্টোরিজ ২ বইয়ের প্রচ্ছদ
মোজাম্মেল হোসেন ত্বোহার গল্পগুলো সিরিয়ার বইয়ের প্রচ্ছদ

পাঁচ মাস পরের ঘটনা। ১৯৪২ সালের নভেম্বরের প্রথম সপ্তায় ১ লাখ ৭ হাজার সৈন্য নিয়ে জেনারেল আইজেনহাওয়ার উত্তর আফ্রিকায় ল্যান্ড করেন এবং প্রায় বিনা বাধায় ক্যাসাব্লাঙ্কা, আলজিয়ার্স, তুনিস-সহ বিস্তীর্ণ ভূমি দখল করে নেন। যুদ্ধ না হওয়ায় বেঁচে যায় লক্ষ লক্ষ মানুষের জীবন। আর রাতারাতি বিশাল এলাকা হারিয়ে পরাজয়ের দিকে আরও একটু এগিয়ে যায় নাৎসি বাহিনী।

সে সময় পত্রিকাগুলো লেখে, কীভাবে কোনো যুদ্ধ ছাড়াই এত বিশাল এলাকা জয় করা সম্ভব হলো, সেটা একটা মিলিটারি সিক্রেট। বহু বছর পর জানা যায়, এজেন্ট সিনথিয়ার হানি ট্র্যাপ অপারেশনের মাধ্যমে প্রাপ্ত ন্যাভাল কোডই ছিল সেই সিক্রেট।

বিঃদ্রঃ হানি ট্র্যাপ এজেন্ট বলতে সে ধরনের গুপ্তচরদেরকে বোঝানো হয়, যারা প্রেমের ফাঁদে ফেলে শত্রুপক্ষের কাছ থেকে গোপন তথ্য হাতিয়ে নেয়।

— ছবিতে বামে বেটি প্যাক, ডানে হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। যেহেতু এই কাহিনী নিয়ে মুভি নির্মিত হচ্ছে, এবং তাতে বেটি চরিত্রে অভিনয় করবে জেনিফার লরেন্স।

এসপিওনাজ সংক্রান্ত আমার সবগুলো লেখার তালিকা একসাথে দেখতে চাইলে ক্লিক করুন এখানে

Mozammel Hossain Toha
Mozammel Hossain Toha

জন্মের পর থেকেই লিবিয়ায় আছি। ২০১১ সালের গৃহযুদ্ধ প্রত্যক্ষ করেছি একেবারে সামনে থেকে। আর সে কারণেই পেশায় সিভিল ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও আগ্রহ গড়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ইতিহাস এবং রাজনীতিকে ঘিরে।

নিয়মিত লেখালেখি করছি সোশ্যাল মিডিয়ায়। আলোচনা করছি ইউটিউবে। এখন পর্যন্ত তিনটা বই প্রকাশিত হয়েছে: স্পাই স্টোরিজ, স্পাই স্টোরিজ ২ এবং গল্পগুলো সিরিয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *