ডার্ক ওয়াটার্স: কর্পোরেট বিষের বিরুদ্ধে লড়াই

বই অবলম্বনে মুভি তো সেই প্রাচীন কাল থেকেই নির্মিত হয়ে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে লং রিড আর্টিকেল অবলম্বনেও বেশ কিছু চমৎকার মুভি নির্মাণের ট্রেন্ড শুরু হয়েছে।

নিউইয়র্ক টাইমস ম্যাগাজিনের লং রিড আর্টিকেল “The Lawyer Who Became DuPont’s Worst Nightmare” অবলম্বনে তৈরি Dark Waters (2019) মুভিটা সেরকমই একটা মুভি। জঁনরা লিগ্যাল থ্রিলার। এবং অফকোর্স বেজড অন ট্রু স্টোরি।

এক ডিফেন্স লয়্যার, রব বিলটের কাছে তার দাদির পরিচিত এক কৃষক এসে হাজির হয়। তার অভিযোগ, তার ফার্মের পাশেই এক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির ফ্যাক্টরি। সেখানকার ক্ষতিকর কেমিক্যালসের প্রভাবে তার ফার্মের সব প্রাণী মরে যাচ্ছে।

প্রথমে পাত্তা দিতে না চাইলেও এক সময় বিলট ঠিকই ঐ কৃষকের ফার্মে গিয়ে হাজির হয়। গিয়ে অবাকই হয় সে। বিশাল ফার্ম, কিন্তু সেই তুলনায় প্রায় ফাঁকা। এক কোণে মাত্র চার-পাঁচটা গরু দেখা যাচ্ছে। সে জানতে চায়, বাকি সবগুলো গরু কোথায়?

কৃষক উত্তর দেয়, একে একে সবগুলো মরে গেছে।

মোট কয়টা মারা গেছে?

১৯০ টা!!!

এরপরেই শুরু হয় বিলটের অনুসন্ধান। নিজের প্রতিষ্ঠানের সবার মতামতের বিরুদ্ধে গিয়ে সে ঐ কেমিক্যাল কোম্পানি ডুপন্টের বিরুদ্ধে তদন্ত শুরু করে। অনুসন্ধানে বেরিয়ে আসতে থাকে সেই কোম্পানির আরো গোপন ইতিহাস – কীভাবে তাদের প্রস্তুতকৃত টেফলনের প্রভাবে ক্যানসারসহ প্রাণঘাতী বিভিন্ন রোগে মানুষ মারা যাচ্ছে, কীভাবে বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে, আর সব জেনেও কোম্পানিটা কীভাবে সব গোপন করে ব্যবসা চালিয়ে যাচ্ছে!

বিলট কী শেষপর্যন্ত ডুপন্টকে আদালতে নিতে পেরেছিল? তাদের কৃতকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছিল? জানতে হলে দেখে ফেলুন মুভিটা। অভিনয়ে মার্ক রাফেলো, অ্যানা হ্যাথওয়ে, টিম রবিনস। আইএমডিবি রেটিং ৭.৬। পার্সোনাল রেটিং ৮। এই ধরনের মুভি আমার সব সময়ই প্রিয়। মাস্ট ওয়াচ।

মুভি-সিরিয়াল সম্পর্কিত আমার সবগুলো লেখা একত্রে পাবেন এই লিঙ্কে

Mozammel Hossain Toha
Mozammel Hossain Toha

জন্মের পর থেকেই লিবিয়ায় আছি। ২০১১ সালের গৃহযুদ্ধ প্রত্যক্ষ করেছি একেবারে সামনে থেকে। আর সে কারণেই পেশায় সিভিল ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও আগ্রহ গড়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ইতিহাস এবং রাজনীতিকে ঘিরে।

নিয়মিত লেখালেখি করছি সোশ্যাল মিডিয়ায়। আলোচনা করছি ইউটিউবে। এখন পর্যন্ত তিনটা বই প্রকাশিত হয়েছে: স্পাই স্টোরিজ, স্পাই স্টোরিজ ২ এবং গল্পগুলো সিরিয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *