আমেরিকান হেজিমনি
বিশ্ব রাজনীতি,  লিবিয়ার রাজনীতি

অ্যান্টি-আমেরিকান নিউজের পরিমাণ বেশি কেন?

পত্রপত্রিকায় বা ইন্টারনেটে সবচেয়ে বেশি সমালোচনা দেখা যায় আমেরিকার বিরুদ্ধে। এর একটা কারণ তো পরিষ্কার – আমেরিকা আসলেই বিশ্বের নাম্বার ওয়ান কালপ্রিট। তা না হলে তারা তাদের সুপার পাওয়ার মেইন্টেইন করতে পারত না।

কিন্তু আমেরিকা বিরোধিতার এটাই একমাত্র কারণ না। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, পাবলিক আমেরিকাবিরোধিতা বেশি খায়। সেজন্যই দেখা যায় যারা আসলে আমেরিকাবিরোধী না, বা ইনফ্যাক্ট যারা নিজেরাই আমেরিকার পাপেট, তারাও প্রকাশ্যে প্রচণ্ড আমেরিকাবিরোধী সাজে এবং পাবলিকের মন জয় করার জন্য অন্যদেরকে আমেরিকাপন্থী, বা যেকোনো অপরাধকে আমেরিকার ষড়যন্ত্র হিসেবে দাবি করতে থাকে।

উদাহরণ প্রচুর পাওয়া যাবে। মিসরের উদাহরণটা বিবেচনা করা যায়। প্রেসিডেন্ট মুরসিকে অবৈধভাবে সরিয়ে জেনারেল সিসি ক্ষমতায় বসেছিল আমেরিকার নীরব সমর্থন নিয়েই। না, আমেরিকা মেইন প্লেয়ার ছিল না, কিন্তু তারা ক্যু হবে জেনেও কোনো বাধা দেয়নি।

কিন্তু মিসরের সেনাপ্রভাবিত মিডিয়া সিসির ক্যুয়ের আগে-পরে পুরো সময়টাতে এমনভাবে ম্যারাথন প্রোপাগান্ডা চালিয়েছে, যেন আমেরিকা এবং ইসরায়েল মুসলিম ব্রাদারহুড আর মুরসির পক্ষে। এখনও পর্যন্ত সিসির সরকার ইসলামপন্থী, গণতন্ত্রপন্থী যত কাউকে আটক করে, তাদের বিরুদ্ধে সেনা নিয়ন্ত্রিত মিডিয়াতে প্রচার চালানো হয় যে, তারা আমেরিকা এবং ইসরায়েলের এজেন্ট হিসেবে মিসরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

আন্তর্জাতিক রাজনীতিবিষয়ক আমার সবগুলো লেখা একত্রে পাবেন এই পাতায়। এখনও সবগুলো পুরনো লেখা আপডেট করা হয়নি। শীঘ্রই আপডেট করা হবে।

লিবিয়ার উদাহরণও বিবেচনা করা যায়। লিবিয়াতে জেনারেল হাফতার ২০১৪ সাল থেকেই ক্যু করে ক্ষমতা দখলের জন্য লাগাতার আমেরিকার সমর্থন আদায় করার চেষ্টা করে গেছে। হাফতারের ফ্যামিলি শতশত মিলিয়ন ডলারের ইহুদি লবিয়িস্ট নিয়োগ করেছে ট্রাম্প প্রশাসনকে নিজেদের পক্ষে আনার জন্য।

কিন্তু একই সময়ে তাদের মিডিয়াগুলো কন্টিনিউয়াস প্রোপাগান্ডা চালিয়ে গেছে যে, তাদের বিপক্ষের ইসলামপন্থী শিবিরই নাকি আমেরিকার পাপেট। লিবিয়ায় নিযুক্ত সাবেক আমেরিকান অ্যাম্বাস্যাডর ডেবোরা জোনসের চার আঙ্গুল বের করে রাখা একটা ছবি ভাইরাল করে তারা দাবি করেছে, ডেবোরা জোনস যে আসলে ব্রাদারহুডের সিক্রেট এজেন্ট, এই রাবা সাইনই তার প্রমাণ।

কিন্তু একই সময়ে আমেরিকাবিরোধী প্রোপাগান্ডাও অব্যাহত আছে। ২০১৬ সালে আইএস বিরোধী যুদ্ধের সময় মার্কিন সেনারা লিবিয়ানদেরকে সাহায্য করেছিল – এরকম কিছু ভিডিও ছড়িয়ে এখন দাবি করা হচ্ছে, এগুলো নাকি এখনকার ভিডিও। আমেরিকানরা নাকি এখন ত্রিপোলির মিলিশিয়াদের সাথে মিলে হাফতারের বিরুদ্ধে যুদ্ধ করছে।

এই যে যুদ্ধটা চলছে এখন, এখানে হাফতারকে পূর্ণ সমর্থন দিচ্ছে আমেরিকার মিত্ররা। আমেরিকা অফিশিয়ালি এখনও কোনো পক্ষ নেয়নি, কিন্তু হাফতারের এবং তার প্রধান ব্যাকার আরব আমিরাতের পক্ষ থেকে ট্রাম্পকে তাদের পক্ষে আনার ব্যাপারে চেষ্টা অব্যাহত আছে।

পাবলিকের আমেরিকা বিরোধী এই মনোভাবের কারণে যে সমস্যাটা হয়, এই টাইপের নিউজই চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। হিটখোর সাইটগুলো সারাদিন এ ধরনের নিউজই প্রকাশ করতে থাকে। এবং রাশিয়া, চীনসহ অন্যদের অপরাধগুলো চাপা পড়ে থাকে।

ইমেইলের মাধ্যমে নতুন পোস্টের আপডেট পেতে সাবস্ক্রাইব করে 33 জনের সাথে যোগ দিন।
কী ধরনের আপডেট চান?

আমেরিকাবিরোধিতার আরো একটা কারণও আছে – মানুষ আমেরিকার অপকর্ম সম্পর্কে যতটা জানে, চীন বা রাশিয়ার অপকর্ম সম্পর্কে ততটা জানে না। আমেরিকানরা কয়েক দশক পর তাদের নিজেদের অপকর্মগুলো ডিক্লাসিফাই করে দেয়, কম হলেও তাদের নিজেদের মিডিয়াতেই প্রায় সময়ই তাদের অপকর্মগুলোর উপর রিপোর্ট হয়, নিজেদের অপকর্ম নিয়ে তারা বই লেখে, সিনেমা বানায়। ফলে মানুষ তাদের বিরুদ্ধে কথা বলার মতো যথেষ্ট তথ্য-উপাত্ত পায়।

অন্যদিকে রাশিয়া-চীনের কোনো অপকর্মই ভেতর থেকে প্রকাশিত হয় না। যা প্রকাশিত হয়, তাও “পশ্চিমা মিডিয়া”তে। ফলে সেগুলোকেও মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ না করে “পশ্চিমা মিডিয়া”র ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা করে। এর সবচেয়ে ভালো উদাহরণ সম্ভবত সাম্প্রতিক সময়ের চীনের উইঘুর নির্যাতন। চীন আক্ষরিক অর্থেই শিনজিয়াংয়ে জর্জ অরওয়েলের ১৯৮৪ এর ওশেনিয়া কায়েম করে ফেলেছে। কিন্তু এখনও পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ উইঘুর নির্যাতনকে আমেরিকান প্রোপাগান্ডা হিসেবেই দেখছে।

2 Comments

  • মোঃ শহিদুল ইসলাম

    আমেরিকার সাথে ইরানের বিরোধ নিয়ে লিখুন। আমেরিকা বিরোধী মনোভাব জিইয়ে রাখার ক্ষেত্রে ইরানি পলিসি সমথর্নকারীদের প্রচারণার একটা প্রভাব আছে সম্ভবত।

    • Mozammel Hossain Toha

      অনেক ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য। হ্যাঁ, লেফটিস্ট এবং ইরানি মিডিয়া এক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করে। খোমেনি ক্ষমতায় এসেছিলই আমেরিকা সমর্থিত শাহকে সরিয়ে। সেই থেকেই আমেরিকাবিরোধী বিপ্লবী প্রচার-প্রচারণা তাদের লেজিটিমেসির অন্যতম প্রধান অনুষঙ্গ।

      ইরান প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারেও আমেরিকাকে দায়ী করে। এমনকি ব্যতিক্রম কিছু কিছু ক্ষেত্রে যখন তাদের সাথে আমেরিকার গোপন সমোঝোতা হয়, তখনও সেই ব্যাপারেও তারা প্রকাশ্যে আমেরিকাবিরোধী প্রচারণা অব্যাহত রাখে। এটা অতীতেও বিভিন্ন সময় দেখা গেছে, সম্প্রতি ফাঁস হওয়া ইরান ক্যাবলেও দেখা গেছে।

      পরে এক সময় বিস্তারিত লিখব ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published.